• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাখির গ্রাম সর্বরামপুর-দুর্গাপুর 

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ২০:৪৮
পাখির গ্রাম সর্বরামপুর-দুর্গাপুর 
পাখির মেলা

নওগাঁর রাণীনগর উপজেলার পাখির গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে কাশিমপুর ইউপির সর্বরামপুর ও গোনা ইউপির দুর্গাপুর গ্রাম। প্রতিদিনই এই পাখি দেখতে ভিড় করছেন অনেক পাখি প্রেমী মানুষ। আবার অনেকেই গ্রামবাসীর অজান্তে পাখি শিকার করছেন।

গ্রামবাসীর দাবি, যদি সরকারি ভাবে পাখিগুলো সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করা হতো তাহলে হয়তো গ্রাম দুটি পাখির অভয়ারণ্যে পরিণত হতে পারতো।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নওগাঁর রাণীনগর উপজেলা গ্রাম দুটিতে কয়েক বছর ধরে বাস করছে শামুকখৈল, বকসহ কয়েকটি প্রজাতির হাজার হাজার পাখি। সারাক্ষণ চলে তাদের ডানা ঝাপটানো, দল বেধে উড়ে যাওয়া, আবার গাছে এসে বসা। সন্ধ্যার একটু আগে অঞ্চলটি মুখরিত হয়ে ওঠে পাখির কল-কাকলিতে। নির্বিঘ্নে রাত কাটিয়ে আবার ভোর হলেই খাবারের সন্ধানে উড়ে যায় পাখিগুলো। দিনশেষে পাখিগুলো নীড়ে ফিরে আসে। কিন্তু মাঝে মাঝে পাখি দেখতে আসা কতিপয় ব্যক্তি পাখি শিকার করে। এতে ভয়ে অনেক পাখি অন্যত্র চলে যায়।

স্থানীয় বাসিন্দা আসলাম হোসেন আরটিভি নিউজকে বলেন, এই পাখিগুলো বর্তামানে আমাদের পরিবারের সদস্যে পরিণত হয়েছে।

দর্শনার্থী কাজী কামাল হোসেন, শাহরুখ হোসেন আহাদসহ অনেকে বলেন, লোকমুখে শুনে এই পাখিগুলো দেখতে এসেছি। হাজার পাখির সমাবেশ দেখে খুব ভালো লেগেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো আরটিভি নিউজকে বলেন, আমি নিজে ওই পাখির অঞ্চল পরিদর্শন করবো। এছাড়া পাখিগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিককে না পেয়ে প্রেমিকার আত্মহত্যা 
পরিত্যক্ত টিউবওয়েল থেকে পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস
X
Fresh