Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৪ কার্তিক ১৪২৮

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ১৮:৫৫
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮:৫৯

তুরাগ নদে এবার ডুবল বাল্কহেড

তুরাগ নদে এবার ডুবল বাল্কহেড
ফাইল ছবি

সাভারে আমিনবাজার তুরাগ নদের ট্রলার ডুবির ঘটনার রেশ কাটতে না কাটতেই একই স্থানে সিমেন্টবোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

রোববার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ নদের গাবতলী ও দ্বীপনগর পাড়ের মাঝনদীতে এ ঘটনা ঘটে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সবুর এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনাস্থল থেকে একটু সামনে সিমেন্টবোঝাই বাল্কহেডটি ডুবে গেছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে আমিনবাজার নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর শেখ বলেন, ২টি বাল্কহেডের সংঘর্ষে সিমেন্টবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো নিখোঁজ কিংবা মৃত্যুর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, শনিবার (০৯ অক্টোবর) ভোরে সাভারের আমিনবাজারে তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এ সময় ৭ জন নিখোঁজ হলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি ২ জন এখনও নিখোঁজ রয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS