• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বালিশের ভেতরে মিলল সোয়া ৫ কোটি টাকার আইস

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২১, ১৩:২৩
বালিশের ভেতরে মিলল সোয়া ৫ কোটি টাকার আইস
ক্রিস্টাল মেথ আইসসহ এক ব্যক্তি আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো. ইদ্রিস (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।

রোববার (১০ অক্টোবর) ভোররাতে সদর ইউপি ছোট হাবিরপাড়া অস্থায়ী নিজ বসতঘর থেকে আইসসহ তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি নাজিরপাড়া এলাকার মৃত আজিজুর রহমান প্রকাশ আজিরানের ছেলে।

আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়া আসামির বসতবাড়ি থেকে ক্রিস্টাল মেথ আইস বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়।

এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই নকিবুল্লাহর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযানে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে নিজ বসতবাড়ির শয়নকক্ষে বালিশের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৪০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা।

তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে হত্যা : প্রধান আসামি গ্রেপ্তার
X
Fresh