• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভারতে গেল সেই মাদক কারবারির লাশ 

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০৯ অক্টোবর ২০২১, ২১:১৯
ভারতে গেল সেই মাদক কারবারির লাশ 
ফাইল ছবি

রাজশাহী সীমান্ত থেকে এক মাদক চোরাকারবারির মরদেহ গ্রহণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৯ অক্টোবর) দুপুরের দিকে রাজশাহীর ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির আওতাধীন ১৫৯/২এস সীমান্ত পিলারের কাছে বিএসএফের হাতে মরদেহ তুলে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নৌপুলিশ, কাটাখালী থানা পুলিশের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিহত ব্যক্তি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার চকরাজাপুর পশ্চিম কলোনি এলাকার তারপদ মণ্ডলের ছেলে ভরত মণ্ডল (৩৩)।

জানা গেছে, গত ২ অক্টোবর দিনগত রাতে ফেনসিডিল নিয়ে রাজশাহী সীমান্তে এসে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। এরপর নৌকা থেকে হাতকড়া পরা অবস্থায় পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে নদীতে ডুবে তার মৃত্যু হয়।

এদিকে পরদিন পদ্মাপাড়ে তার মরদেহ পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের পর হিমঘরে রাখা হয়েছিল। ওই ঘটনায় অপমৃত্যুর মামলা করে বিজিবি।

রাজশাহীর বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, বিএসএফের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ওই ভারতীয়র মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
X
Fresh