• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিয়েবাড়ি থেকে কারাগারে বর

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২১, ১৭:০৯
বিয়েবাড়ি থেকে কারাগারে বর
ফাইল ছবি

বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশীয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে বাল্যবিয়ের কারণে বর মো. জহিরুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ অক্টোবর) তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৮ অক্টোবর) রাতে ওই গ্রামের কনের বাড়িতে উপস্থিত হয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম।

আদালত সূত্র জানায়, উপজেলার আরপাঙ্গাশীয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের তোফাজ্জেল আকনের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে একই উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলামের বিয়ের আয়োজন করে পরিবার। পরে সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নাজমুল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হন।

এ সময় কনে পক্ষের লোকজন পালিয়ে গেলেও বর মো. জহিরুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন স্থানীয়রা। পরে বিচারক বর মো. জহিরুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। শনিবার (৯ অক্টোবর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম বলেন, বাল্যবিয়ে দিবে না মর্মে কনের পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়েছে। বর জহিরুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, আসামি জহিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
শনিবার কোথায় কখন গ্যাস থাকবে না, জানাল তিতাস
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
X
Fresh