Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১ কার্তিক ১৪২৮

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২১, ১৬:৩৫
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭:০৮

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ফাইল ছবি

ভোলা সদর উপজেলার দক্ষিণ ইলিশা গ্রামে পুকুরে ডুবে জ‌াহিদুল ইসলাম (৪) ও রেহানা আক্তার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই গ্রামের আব্দুর রহমান খোকনের মেয়ে রেহানা আক্তার ও একই বাড়ির মো. জসিমের ছেলে জাহিদুল ইসলাম। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নিহতের স্বজনরা জানান, শনিবার (৯ অক্টোবর) দুপুরে রেহানার মা তানিয়‌া বেগম ও জাহিদুলের মা পেয়ারা বেগম ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় দুই শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরে স্বজনদের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুদের না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করেন। সেখান থেকে তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরিদ শেখ বলেন, অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS