• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২১, ২০:৪৫
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবির থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় এপিবিএনের তৎপরতা দেখে পালিয়ে যায় আরও ১২ রোহিঙ্গা। দেশীয় অস্ত্র নিয়ে মূলত তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে টেকনাফের ২৬ নং জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাদিমোড়া ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ খলিলের ছেলে সৈয়দ নুর (২৮), মৃত বদি আলমের ছেলে নুর বশর প্রকাশ জাহাঙ্গীর (২২), মৃত নুর আহমদের ছেলে আবুবক্কর ছিদ্দিক (৩২), মোহাম্মদ জাকারিয়ার ছেলে মোহাম্মদ সাকের (২৭) ও দিল মোহাম্মদের ছেলে আবু তালেব (৩০)।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এমন খবরে অভিযান পরিচালনা করে এ পাঁচজন রোহিঙ্গাকে দেশীয় অস্ত্র-সস্ত্রসহ আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরও ১২ জন ডাকাতের নাম-ঠিকানা জানা যায় এবং তারা ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল মর্মে স্বীকার করে। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয় এবং ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ পরীক্ষায় কানে গোপন ডিভাইস, ভাই-বোন আটক
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
X
Fresh