• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে বিরতির পর জঙ্গি আস্তানায় অভিযান শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট, ঝিনাইদহ

  ১৭ মে ২০১৭, ১০:১০

ঝিনাইদহের সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ১টি বাড়ি ও ৫টি স্পটে অভিযান শুরু করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার অভিযানে জঙ্গি আস্তানা ও বিভিন্ন স্পট থেকে সেলিম ও প্রান্ত নামে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এছাড়া অভিযানে ২টি সুইসাইডাল ভেস্ট, ১৮৬টি পিবিসি সার্কিট বোর্ড, নিওজেল ১৮টি, রাসায়নিক দ্রব্য ৪ ড্রাম, ১টি এন্টি মাইন ও উদ্ধার কার হয়।

এদিকে জঙ্গি আস্তানার আশপাশের ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, খবর পেয়ে র‌্যাব প্রান্ত (১৭) ও সেলিম (৩৫) নামে দুই নব্য জেএমবি’র সদস্যকে সোমবার রাতে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে সেলিম ও প্রান্তের বাড়ি দু’টি ঘিরে অভিযান শুরু করে।

পরে মঙ্গলবার দুপুরে প্রান্ত’র বাড়ির অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। আজ সেলিমের বাড়ির ৫টি স্পটে অভিযান চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh