• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মৃত চেয়ারম্যানের সই জালিয়াতি করে জন্মসনদ বিক্রি

আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২১, ১৪:১৩
মৃত চেয়ারম্যানের সই জালিয়াতি করে জন্মসনদ বিক্রি
ফাইল ছবি

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের মৃত ইউপি চেয়ারম্যান আবু তাহেরের সই ও সিল জালিয়াতি করে জন্মনিবন্ধন সনদ বিক্রির অভিযোগ উঠেছে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে।

২০১৭ সালে মারা যান আবু তাহের। কিন্তু এখনও তার সই করা জন্মসনদ দিয়ে বাল্যবিয়ে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল ও মাদরাসায় ভর্তি করা হচ্ছে বলে জানা গেছে।

আর এ ঘটনার সঙ্গে ভারপাপ্ত চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা এবং এক শ্রেণির দালালচক্র জড়িত।

জানা গেছে, ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় বাল্যবিয়ে এবং বিদেশে ও স্কুল-মাদরাসায় ভর্তির ক্ষেত্রে ৫০০ থেকে ১০০০ টাকায় জন্মসনদ দেওয়া হয়। এসব জন্মসনদে ব্যবহার করা সিরিয়াল নম্বর অনলাইনে প্রদর্শিত হয় না।

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান কোনো ধরনের মন্তব্য করেনি। তবে ইউনিয়ন পরিষদের সচিব সীমা আশ্চর্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা যেসব অভিযোগ করেছে, কোনটি আসলে সঠিক নয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ সংবাদমাধ্যমকে বলেন, লালমাই থানার ওসিকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
দ্বিতীয় মেয়াদে আইএসইউর উপাচার্য ড. আব্দুল আউয়াল
প্রান্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh