• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামির মৃত্যু

পিরোজপুর প্রতিনিধিঃ আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২১, ২১:২৯
যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামির মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ার যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি মো. আমীর হোসেন দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) পিরোজপুরে মেয়ের বাড়িতে মারা যান তিনি।

মামলা সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধকালে ভান্ডারিয়ার হেতালিয়া ও চরখালী গ্রামের আসামি আমীর হোসেনসহ নুরু, ফজলু, সিদ্দিক মুন্সী, আবদুল মান্নান, আজাহার, আশরাফ ও মহারাজ পশারীবুনিয়া গ্রামের সাতজনকে গুলি করে। এতে গঙ্গাচরণ, নিরোধ চন্দ্র বালা, অমূল্য ও সমূল্য ঘটনাস্থলেই মারা যান। আর সুকুমার মিস্ত্রি মারা যান দুদিন পরে।

২০১৫ সালে নিহত নিরোধ চন্দ্রবালার ছেলে বিজয় চন্দ্র বালা বাদী হয়ে উপরোক্ত আটজনকে আসামি করে পিরোজপুর আদালতে একটি মামলা করেন। ওই বছরেরই অক্টোবরের ১৪ তারিখ বিচারক মামলাটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠান।

ইতোমধ্যে মামলার আসামি ফজলু ও আজাহার মুন্সী কারাগারে রয়েছে এবং সিদ্দিক মুন্সী বাড়িতে অসুস্থাবস্থায় মারা যায়। মামলার অন্য আসামি মহারাজ অসুস্থাবস্থায় জামিনে এবং আশরাফ ও আবদুল মান্নান কারাগারে থাকলেও নুরু পলাতক রয়েছে।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাথরুমে মিলল ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ 
‘ঈশ্বর কণা’ আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন
পিরোজপুরে ঝড়ের তাণ্ডব : ২ দিন পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ
মারা গেছেন মিমকে সোনার ব্রেসলেট উপহার দেওয়া সেই ভক্ত
X
Fresh