• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পটুয়াখালী মার্কেটে আগুন, অর্ধশত কোটি টাকার ক্ষতি

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২১, ১০:০০
পটুয়াখালী মার্কেটে আগুন, অর্ধশত কোটি টাকার ক্ষতি
ফাইল ছবি

পটুয়াখালী শহরের নিউ মার্কেটে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের বরিশাল, পটুয়াখালী, আমতলী, বাকেরগঞ্জের ৬টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা।

এদিকে আগুনের সূত্রপাতের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে মার্কেটের উত্তর-পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগের উপ-পরিচালক এবিএম মনতাজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাবে না।

এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে ছুটে আসেন নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা এবং দোকান থেকে মালামাল সরিয়ে রাস্তার পাশে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্যবসায়ীদের দাবি অন্তত দেড় শতাধিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অন্তত যা ক্ষতি হয়েছে তার পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যাবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
X
Fresh