• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মমেক হাসপাতালে একদিনে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ অক্টোবর ২০২১, ০৯:৪২
মমেক হাসপাতালে একদিনে ৪ জনের মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি অক্টোবর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জন মারা গেছেন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার ওসমান গনি (৬০), গফরগাঁও উপজেলার মো. আব্দুল খালেক (৫২), টাঙ্গাইল মধুপুর উপজেলার আবু বকর (৬৫) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার সোহরাব (৩৮)।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৮ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৯ টি নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৫৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ২৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১৭৯ জন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh