• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২১, ১৮:০১
বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু
ফাইল ছবি

নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় তাসিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশু আহত হয়। বুধবার ( ৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন— ওই গ্রামের কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৪৮), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২২)। এ সময় আহত হয় তাদের আরেক মেয়ে তাসিয়া আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা পৌনে ২টার দিকে কিতাব আলী তার বাড়িতে নবনির্মিত একটি আধাপাঁকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে ছোঁয়া লাগে। এতে তিনি বিদ্যুৎস্পর্শ হন। বিষয়টি দেখে তার স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার দৌড়ে তাকে ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পর্শ হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খালিয়াজুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

খালিয়াজুড়ী থানার ওসি মো. মজিবুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমি দাপ্তরিক কাজে নেত্রকোনায় এসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমআই /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
মার্চে সড়কে ঝরল ৫৬৫ প্রাণ, আহত ১২২৮
X
Fresh