Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ২২ অক্টোবর ২০২১, ৭ কার্তিক ১৪২৮

শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক

শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ আটক
হবিগঞ্জে শাশুড়িকে হত্যা

হবিগঞ্জ সদর উপজেলায় শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ নাজমা চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার গোপায় ইউনিয়নের বড় বহুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শফর চাঁন বিবি (৮৫)। তিনি ওই গ্রামের মৃত মহরন আলীর স্ত্রী।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানায়, বিয়ের পর থেকে শাশুড়িকে সহ্য করতে পারছিলেন না নাজমা। এ নিয়ে মাঝে মাঝে ঝগড়া-বিবাদ হতো। বুধবার (৬ অক্টোবর) সকালে তাদের বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায়। সেখানে গিয়ে শফর চাঁনকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। পরে এ খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, মরদেহের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় পুত্রবধূ নাজমাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS