• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার নির্দেশ ছাত্রলীগ সভাপতির

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৫ মে ২০১৭, ২০:১৯

তৃণমূল নেতা কর্মীদের নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে এক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

দুপুরে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় এই নির্দেশ তিনি।

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম থেকে প্রথম প্রতিনিধি সভা শৃুরু হয়। বিভাগের ১৪টি ইউনিটের দেড় হাজার প্রতিনিধি অংশ নেয়।

সভায় ছাত্রলীগ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নে ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আসছে নির্বাচনে জিততে হলে তৃণমুল ছাত্রলীগকে শক্তিশালী করতে হবে। ছাত্রলীগের নেতা কর্মীকে সাধারণ মানুষের সুখ দু:খের সাথী হতে হবে। একইসঙ্গে দৃঢ়চেতা মন নিয়ে দলের ভিত্তি মজবুত করতে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, কেবল রাজনৈতিক কর্মকাণ্ড করলে হবে না। বিদ্যা ও জ্ঞানের জগতে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে অগ্রসর ভূমিকা থাকতে হবে। বিশ্বে নেতৃত্বে দিতে গেলে জ্ঞান অর্জনের বিকল্প নেই জানিয়ে সভাপতি বলেন প্রত্যেককে নিজ নিজ স্থানে প্রজ্ঞা আর জ্ঞানের অধিকারী হতে হবে। তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে।

এর আগে বিভাগের ১৪ ইউনিট থেকে আসা নেতা কর্মীদের সমস্যা শুনে সমাধানের আশ্বাস দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh