• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় সুতার গোডাউনে অগ্নিকাণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ১৫ মে ২০১৭, ১৮:৪২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিনহা গার্মেন্টসের সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের হোসিয়ারী শিল্প এলাকার সিনহা গ্রুপের সুয়েটার কারখানায় দ্বিতল ভবনের নিচতলায় সুতার গোডাউনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের গাইবান্ধা, গোবিন্দগঞ্জ ও সোনাতলার ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

পরে বগুড়াসহ আরো ২টি ইউনিট যুক্ত হওয়ার পর বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান আরটিভি অনলাইনকে জানান, অগ্নিকাণ্ডে গার্মেন্টসের কোনো শ্রমিক বা কর্মকর্তা-কর্মচারীদের ক্ষয়ক্ষতি হয়নি।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারি উপপরিচালক আব্দুর রশিদ আরটিভি অনলাইনকে বলেন, সুতার গোডাউনে আগুন লাগায় তীব্র ধোয়ার সৃষ্টি হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।

এদিকে অগ্নিকাণ্ডের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh