Mir cement
logo
  • ঢাকা বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১২ কার্তিক ১৪২৮

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:১২
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৫

রাতে ঘরে ঢুকে মুখ বেঁধে কিশোরীকে ধর্ষণ

রাতে ঘরে ঢুকে মুখ বেঁধে কিশোরীকে ধর্ষণ
ফাইল ছবি

সুনামগঞ্জে বসতঘরে ঢুকে মুখে বেঁধে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন মিয়াকে (২৫) আটক করেছেন পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

ওই গ্রামের ইউপি সদস্য তেরাই মিয়া কিশোরীর ভাইয়ের বরাতে জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গরমের কারণে পরিবারের লোকজন বাড়ির বাইরে পায়চারি করছিলেন। এ সুযোগে বসতঘরে ডুকে ইমনসহ কয়েকজন ভুক্তভোগী কিশোরীকে মুখ বেঁধে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে গেলে ইমনসহ তার সঙ্গীরা পালিয়ে যায়।

এদিকে তাৎক্ষণিকভাবে ঘটনাটি শান্তিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পরে ভুক্তভোগী কিশোরীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, কিশোরীর পরিবার থানায় জানানোর পর পুলিশ অভিযুক্তকে আটক করে। মামলার পর ব্যবস্থা নেয়া হবে।

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS