• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

কাতলা মাছের আঘাতে জেলের মৃত্যু 

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫০
কাতলা মাছের আঘাতে জেলের মৃত্যু 
ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে কাতলা মাছের আঘাতে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছয়ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই আব্দুল আহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জেলে বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী ছয়ত্রিশ গ্রামের নুর উদ্দিনের ছেলে আব্দুল হক (৫০)।

জানা গেছে, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে আব্দুল প্রতিদিনের মতো জাল নিয়ে কুশিয়ারা নদীর বাগিরঘাটে মাছ ধরতে যান। পরে তার জালে একটি কাতলা মাছ আটকা পড়ে। এ সময় মাছটি তুলতে গেলে মাছের আঘাত আব্দুলের বুকে লাগে। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এমন একটি সংবাদ পেয়েছিলাম। তবে এই বিষয়টি কেউ জানায়নি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে কালবৈশাখীতে দেয়ালচাপায় ২ জনের মৃত্যু
কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
X
Fresh