• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বন্ধুরা উঠে চলে গেলেও উঠতে পারেনি মেহেদী

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৪
বন্ধুরা উঠে চলে গেলেও উঠতে পারেনি মেহেদী
ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে বন্ধুদের সঙ্গে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর মেহেদী হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কাশিমপুর রাজবাড়ির পাশে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রোববার দুপুর আড়াইটার দিকে মেহেদী হাসান তার কয়েকজন বন্ধুর সঙ্গে কাশিমপুর এলাকায় নওগাঁর ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। মেহেদী হাসান সাঁতার জানত না। গোসল শেষে তার বন্ধুরা উঠে এলেও মেহেদী নদী থেকে উঠে আসেনি। এরপর তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেলে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

তিনি জানান, বিষয়টি জানার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ তিন ঘণ্টা পর নদী থেকে মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
X
Fresh