• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৩৭ কেজির এক বাঘাইরে জেলের দেনা মুক্ত

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪
৩৭ কেজির এক বাঘাইরে জেলের দেনা মুক্ত
বাঘাইর মাছ

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে ৩৭ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। এ সময় দৌলতদিয়া ঘাটের এক মাছ ব্যবসায়ীর কাছে মাছটি ৪৮ হাজার ১০০ টাকায় বিক্রি করেন তিনি।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে দৌলতদিয়ার পদ্মা নদীর চর কর্নেশনা এলাকায় মানিকগঞ্জের জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে গোবিন্দ হালদার জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে পদ্মায় জাল ফেলেন। রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে জালটি টেনে তুলতেই বিশাল আকারের বাগাইড় মাছটি ধরা পড়ে। পরে সকালে মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ঘাটে রেজাউল ইসলামের আড়তে যান। এ সময় ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। মাছটি কিছু লাভে বিক্রির জন্য ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছি। মাছটি বিক্রির জন্য পরিচিতদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছি।

জেলে গোবিন্দ বলেন, দীর্ঘদিন ভালো মাছ না পেয়ে বেশ কিছু দায় দেনা হয়ে গিয়েছিলাম। মাছটা পেয়ে আমার বিরাট উপকার হলো। এখন দেনাগুলো পরিশোধ করেও সংসারের জন্য কিছু করতে পারব।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা আরটিভি নিউজকে বলেন, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। মাছটি ঢাকার এক শিল্পপতির কাছে রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ৫০ হাজার টাকা বিক্রি করেছি। তাতে আমার বেশ লাভ হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
টেকনাফে ৭ জন অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
রাজকুমার মুক্তির আগে নতুন সমালোচনায় শাকিব খান
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
X
Fresh