• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১ 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪২
মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১ 
ফাইল ছবি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাছ ধরার ঘটনা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে খসরু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১২ জন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের আলতাব উল্লাহর ছেলে খছরু মিয়া।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জহিরপুর গ্রামের মজু মিয়া ও খসরু মিয়া সম্পর্কে চাচাতো ভাই। তাদের মধ্যে বাড়ির পাশে ডোবায় মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় খসরুসহ ১২ জন আহত হলে তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে সেখানে চিকিৎসাধীন খসরু মিয়া মারা গেছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নাজিম উদ্দীন জানান, ডোবায় মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় নিয়ে আশাবাদী নিপুণ, ফল যা হোক মেনে নেবেন কলি
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপজল
নিরাপত্তা প্রাচীর ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
X
Fresh