• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২০২৩ সালে আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ নির্মাণ কাজ শেষ হবে: রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫০
২০২৩ সালে আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ নিমার্ণ কাজ শেষ হবে: রেলমন্ত্রী
রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন

চলতি বছরের নভেম্বর মাসের মধ্যেই বাংলাদেশ অংশে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে তিনি কুমিল্লা রেলওয়ে স্টেশনে ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পরে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনযোগে ঢাকায় ফিরে যাওয়ার সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি দিলে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আখাউড়া-লাকসাম ডাবল লাইনের সম্পূর্ণ কাজ ২০২৩ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন হবে এবং ডাবল লাইনে ট্রেন চলবে।

আখাউড়াবাসীর দাবির মুখে রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেন, আখাউড়া রেলওয়ে স্টেশনে টিকিটের সমস্যা। আখাউড়া রেলওয়ে স্কুলের শিক্ষক সংকট এবং রেলওয়ে হাসপাতালের চিকিৎসক সঙ্কট অচিরেই নিরসন করা হবে।

ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশনে যাত্রা বিরতি দিলে মন্ত্রীকে স্বাগত জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, রেলওয়ে স্টেশন সুপারিন্টেনডেন্ট কামরুল ইসলাম, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক তজিবুর রহমান, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজাত আলী প্রমুখ।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণে ২০২৩ সালে শীর্ষে ছিল বাংলাদেশ 
দ্রুত শেষ হবে পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার : স্বরাষ্ট্রমন্ত্রী
এপ্রিলে শেষ হবে শতভাগ কাজ, অক্টোবরে পুরোদমে কার্যক্রম শুরু
২০২৩ সালে ৯৯ সাংবাদিক নিহত
X
Fresh