• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বক্তব্য দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক নেতা (ভিডিও)

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২
বক্তব্য দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শ্রমিক নেতা
আবু তাহের

দ্রুত নির্বাচনসহ নানা দাবিতে হাটহাজারীর একটি রেস্টুরেন্টে বক্তব্য দিচ্ছিলেন আবু তাহের (৪৫)। যিনি চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা। কিন্তু বক্তব্য দেওয়ার সময় হঠাৎ তিনি ঢলে পড়েন। আর উঠে দাঁড়াতে পারলেন না। চলে গেলেন না ফেরার দেশে। চিকিৎসক জানিয়েছেন, স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আবু তাহেরের গ্রামের বাড়ি হাটহাজারীর নন্দীর হাট এলাকায়। এবার চট্টগ্রাম যানবাহন-বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার কথা ছিল তার।

প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমকে জানিয়েছে, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় দ্রুত নির্বাচনসহ শ্রমিকদের নানা দাবিতে গত বুধবার রাত ৮টার দিকে বক্তব্য দিচ্ছিলেন আবু তাহের। হঠাৎ তিনি ঢলে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাটহাজারীর একটি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে শ্রমিক নেতা আবু তাহেরকে তার গ্রামের বাড়ি নন্দীর হাটে দাফন করা হয়।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
X
Fresh