• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রাষ্ট্রীয় স্বীকৃতির অতৃপ্তি নিয়ে চলে গেলেন ভাষা সৈনিক ইসমাইল

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:১৫
রাষ্ট্রীয় স্বীকৃতির অতৃপ্তি নিয়ে চলে গেলেন ভাষা সৈনিক ইসমাইল
ভাষা সৈনিক ইসমাইল হোসেন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ভাষা সৈনিক ইসমাইল হোসেন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, মেহেরপুর শহরের হোটেল বাজার শহীদ গফুর সড়কের বাসিন্দা এস্কেন্দার জুলকার নাইন ও খালেছা খাতুনের ১১ সন্তানের মধ্যে বড় ছিলেন মহা. ইসমাইল হোসেন। মাত্র ১৬ বছর বয়সে যোগ দেন ভাষা আন্দোলনে। ১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ভাষার জন্য লড়াই করে সহ্য করেছেন পুলিশি নির্যাতন। ইসমাইল হোসেন জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। বিভিন্ন সময়ে মোট ২৯ বছর মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৩ বছর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু দীর্ঘদিন দাবী করেও তিনি ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় অতৃপ্তি নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করলেন।

মরহুমের জামাতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন জানান, তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর চলে গেলেন স্বামীও
প্রেমিকের মৃত্যুর ২২ ঘণ্টা পর চলে গেলেন প্রেমিকাও
‘আলোকিত কোরআন’ চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল
সঙ্গীতশিল্পী সনজীদা খাতুনের ৯১তম জন্মদিন আজ
X
Fresh