• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে দুটি ক্লিনিক সিলগালা

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:১৮
টাঙ্গাইলে দুটি ক্লিনিক সিলগালা

টাঙ্গাইলে দুই ক্লিনিককে সিলগালা ও ৪ টি ক্লিনিককে ৯৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে ।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ক্লিনিক সিলগালা ও জরিমান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুন বলেন, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের শামসুল হক ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা ও সোনার বাংলা ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করে এই দুটি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

বাকী দুটি ক্লিনিক রোকেয়া আই কেয়ার সেন্টার ও ফাতেমা মর্ডান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা করে জরিমানা করে ৭ দিনের সময় দেয়া হয়েছে। এ ধরনের অভিযান প্রতিনিয়তই অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।

এ সময় সিভিল সার্জনের অফিসের কর্মকর্তাসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
সেলুন উদ্বোধন করলেন জায়েদ খান
X
Fresh