• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৈকত থেকে ২ কিশোরকে প্রাণে বাঁচালেন পুলিশ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯
সৈকত থেকে ২ কিশোরকে প্রাণে বাঁচালেন পুলিশ
২ কিশোরকে প্রাণে বাঁচালেন পুলিশ

কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে ডুবে যাওয়া দুই কিশোর পর্যটকের প্রাণ রক্ষা করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের সমুদ্রে নেমে ওই দুই কিশোর জোয়ারের স্রোতের টানে ভেসে যান। এ সময় হাত উঁচু করে সাহায্য চাইলে পুলিশ বক্সে দায়িত্বরত এস আই জুয়েলসহ চার সদস্যের টিম তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন।

পরে ওয়াটার বাইকের সাহায্যে দুই কিশোরকে তীরে নিরাপদে নিয়ে আসেন পুলিশ সদস্যরা। উদ্ধারকৃত পর্যটক মোস্তাফিজুর রহমানের (১৩) বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেল বাড়িয়া এলাকায়। এছাড়া অপর পর্যটক বাইজিদের (১৭) বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। তারা দুইজনেই কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক আরটিভি নিউজকে বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। জোয়ারের সময় মাইকিং করে পর্যটকদের সতর্ক করাসহ যেকোনো বিপদ থেকে পর্যটকদের নিরাপত্তায় সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হাতিয়ার কমলার দিঘি সমুদ্রসৈকত 
X
Fresh