• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৌদিতে ৫ বাংলাদেশির মৃত্যু, ফেনীতে শোকের মাতম (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, ফেনী

  ১৪ মে ২০১৭, ১৪:৪৪

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জনের নিহতদের ঘটনায় তাদের ফেনীর বাড়িতে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙ্গে পড়ছেন পরিবারের সদস্যরা।

শনিবার সৌদির আরবের পূর্বাঞ্চলীয় শহর বাফার-আল বাতিনের উম্মে জম জম এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান ফেনী শহরের বারাহিপুর এলাকার আজিজুর রহমান, তার দু’সন্তান, শাশুড়ি ও তাদের গাড়ি চালক। নিহত আজিজুর ২৬ বছর ধরে সৌদি আরবে ব্যবসা করছেন।
গেলো ১৮ এপ্রিল ওমরা হজ্বের জন্য পরিবারের সদস্যদের সৌদি আরব নিয়ে যান আজিজুর রহমান।

ফেনী শহরের বারাহিপুর এলাকার ‘ক্ষণিকালয়’ বাড়ির ৯ ভাইবোনের মধ্যে সবার ছোট আজিজুর রহমান। জীবিকার তাগিদে ১৯৯২ সালে তিনি পাড়ি জমান সৌদি আরবে। ২৬ বছর ধরে তিনি সৌদি আরবে ব্যবসা করছেন। গেলো তিন মাস আগে তিনি দেশে এসে ওমরা হজ করার জন্য তার স্ত্রী মোরশেদা পারভিন মুন্নি, ছেলে আরাফাত বিন আজিজ (৮), মেয়ে লুবাবা বিনতে আজিজ (৪) ও শাশুড়ি আকলিমা বেগমের ভিসা পাসপোর্ট তৈরি করেন।

এপ্রিল মাসের ১৮ তারিখ তারা ওমরা হজ করতে সৌদি আরব যান।
শনিবার ভোরে হজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এদের মধ্যে আজিজের স্ত্রী মোরশেদা পারভিন মুন্নি চিকিৎসাধীন।

পরিবারের কোনো সদস্যরাই মেনে নিতে পারছেন না তাদের এমন অকাল মৃত্যু।

নিহতের খবর পেয়ে ওই পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে যান স্থানীয় কাউন্সিলর। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh