• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছর কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩
কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছর কারাদণ্ড
ফাইল ছবি

শেরপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় এক যুবককে ৪৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ড পাওয়া ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে বাবুল কবিরাজ (৩১)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ এপ্রিল চরশেরপুর সাতানিপাড়া গ্রামের একটি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) ফুসলিয়ে অপহরণ করে বাবুল। এদিকে তাকে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। এক পর্যায়ে ভুক্তভোগী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বাবুল ভুক্তভোগী কিশোরীকে ঢাকায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় একই বছরের ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে বাবুলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে।

এদিকে ২০১৯ সালের ২৩ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জ গঠন ও সাক্ষ্য-গ্রহণ করা হয়। এতে অভিযোগ প্রমাণিত হয়। পরে রোববার ( ১৯ সেপ্টেম্বর) ২টি ধারায় বাবুলকে ৪৪ বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত।

ট্রাইব্যুনালের (পিপি) অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বিষয়টি নিশ্চিত করেছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
ফের মামুনুল হকের তিন মামলায় জামিন 
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
X
Fresh