• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২৪
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

কক্সবাজারে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোপ হাসপাতাল ফর ইউমেন পরিদর্শন করেন তিনি। এর আগে শনিবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার কক্সবাজারে আসেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে মাইসিলি রিনি এডিলমেন, মারসা মাইকেলসহ জাতিসংঘ শরণার্থী সংস্থার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি ৫ নম্বর ক্যাম্পের গণস্বাস্থ্য হাসপাতাল, খাদ্য সহায়তা কেন্দ্র পরিদর্শন শেষে সেখানে ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট পরবর্তী পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসে ১০ লাখের অধিক রোহিঙ্গা। গত ৪ বছরে কয়েক দফা চেষ্টা করেও আশ্রিত এসব রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। বর্তমানে উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্প এবং ভাসানচরে তারা অবস্থান করছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh