• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুনামগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৪
সুনামগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত
ফাইল ছবি

সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে চলমান বাস ধর্মঘট ৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে পরিবহন শ্রমিক নেতারা এ ঘোষণা দেন। এর আগে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল।

দুপুরে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জের পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ সময় আলোচনার পর শ্রমিক নেতারা জানান, তারা জেলা প্রশাসকের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন, শ্রমিকদের সঙ্গে বৈঠকের পর দ্রুতই সিদ্ধান্ত জানিয়ে দেবেন তারা। পরে বিকাল ৩ টায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৩ দিনের জন্য ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক বলেন, জেলা প্রশাসক আমাদের আশ্বাস দিয়েছেন সিলেট বাইপাস সড়কে আর কোনো চাঁদাবাজি হবে না। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মানুষের ভোগান্তির কথা চিন্তা করে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হয়। আলোচনার ভিত্তিতে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 
সুনামগঞ্জে ইউএনওসহ ৪ জনের বিরুদ্ধে মামলা 
সুনামগঞ্জে সড়কে ৩ হাজার গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
X
Fresh