• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানে পর্যটকবাহী গাড়িতে সন্ত্রাসীদের গুলি

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৮
বান্দরবানে পর্যটকবাহী বাসে
ছবি: সংগৃহীত

বান্দরবানে পর্যটককাহী একটি গাড়িতে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এ সময় য়ইচিংনু মার্মা ও মেহাইচিং মার্মা নামে দুই নারী আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাঙামাটির রাজস্থলী উপজেলার পুয়াইতি মুখপাড়া এলাকার ১৯ জনের একটি দল রুমার বগা লেক থেকে ভ্রমণ শেষে নিজ এলাকায় ফিরছিলেন। পথে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের গলাচিপা নামক স্থানে সন্ত্রাসীরা বাসটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে বাসের মধ্যে থাকা দুই নারী আহত হন। আহত দুনকে খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজা সরওয়ার বলেন, বান্দরবান সদরের গলাচিপা নামক স্থানে পৌঁছালে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা বাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে দুইজন আহত হন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
X
Fresh