• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় জেলের জালে ১৮ কেজির কাতল

অনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৬
পদ্মায় জেলের জালে ১৮ কেজির কাতল
১৮ কেজির কাতল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটির ওজন ১৮ কেজি ২০০ গ্রাম।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে ওই এলাকার গুরুদেব হলদার নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি।

জানা গেছে, শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার সকু মোল্লার আড়তে আনেন ওই জেলে। পরে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন।

চান্দু মোল্লা জানান, শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সকু মোল্লার আড়ত থেকে ১৪০০ টাকা কেজি দরে মাছটি কিনেছেন তিনি। এখন লাভে বিক্রি করতে মোবাইলে দেশের বিভিন্ন জায়গার বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছেন। দুপুরের মধ্যেই মাছটি বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা করছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ 
পদ্মায় রেল ও ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্কুলছাত্র নিখোঁজ
পদ্মায় ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছেলেসহ প্রকৌশলী নিখোঁজ
যত টাকায় বিক্রি হলো ৩২ কেজি ওজনের কাতল
X
Fresh