• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রতিপক্ষের গুলিতে সন্তু লারমা দলের নেতা নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:২৮
প্রতিপক্ষের গুলিতে সন্তু লারমা দলের নেতা নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে ১০ কিলোমিটার উত্তরে মধ্যম বঙ্গলতলী এলাকায় প্রতিপক্ষের গুলিতে জেএসএস সন্তু লারমা দলের নেতা সুরেশ কান্তি(৫৫) ওরফে দিনেশ চাকমা নিহত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোর পাঁচটা ১৫ মিনিটে গোলাগুলিতে নিহত হন তিনি। গোলাগুলির সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনা স্থলে পৌঁছে ত্রিদিপ চাকমা নিহতের বিষয়টি নিশ্চিত করে। এই ঘটনায় জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেছেন।

জেএসএস এমএন লারমা দলের বাঘাইছড়ি উপজেলার সভাপতি জ্ঞানজীব চাকমা অভিযোগ অস্বীকার করে বলেন, বঙ্গতলীতে আমাদের কোন লোক নেই ওটা তাদের অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে। তিনি বলেন সামনে ইউপি নির্বাচন তাই একটি পক্ষ পাহাড়কে অস্থিতিশীল করতে পায়তারা চালাচ্ছে।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠিয়েছেন।

ইজে/এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
X
Fresh