• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

'একটি চক্র সন্ত্রাস-জঙ্গিবাদের সৃষ্টি করছে'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০১৭, ২২:১৪

সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাস-জঙ্গিবাদের সৃষ্টি করছে একটি চক্র। তবে তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না।

বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।

শনিবার সকালে নোয়াখালীর সোনাইমুড়িতে বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

মোরশেদ আলম বলেন, দেশের উন্নয়নে বর্তমান সরকার যে পরিমাণ কাজ করছে, অতীতের কোনো সরকার তা কল্পনাও করেনি।

অন্ধকল্যাণ সমিতির সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম,

উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল এবং পৌর মেয়র মোতাহের হোসেন মানিক, সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, পরিচালক ডা. আলতাফ হোসাইন শরীফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ সমিতি আই হসপিটালকে সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম ১০ লক্ষ টাকা ও সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশকে অস্বীকারকারীরাই রমনা বটমূলে হামলা চালিয়েছিল : মোরশেদ আলম
উন্নয়ন করেছি বলেই সেনবাগবাসী আমাকে নির্বাচিত করেছে : মোরশেদ আলম
সোনাইমুড়ীতে ঈদ পুনর্মিলনী ও আলোচনাসভা অনুষ্ঠিত
বিশ্বের মহিলা প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা এখন শ্রেষ্ঠ : মোরশেদ আলম
X
Fresh