• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোগীর বদলে অ্যাম্বুল্যান্সে ইয়াবা পাচার করতেন হাসপাতালের পিয়ন

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭
রোগীর বদলে অ্যাম্বুল্যান্সে ইয়াবা পাচার করতেন হাসপাতালের পিয়ন
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়নকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে তাকে আটক করা হয়।।

আটককৃত পিয়ন রামু উপজেলার কচ্ছপিয়া চাকমারকাটা এলাকার নুর আহাম্মদের ছেলে আব্দুর রহিম। তার বিরুদ্ধে এর আগেও অ্যাম্বুল্যান্সে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের অভিযোগ ছিল।

টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ইয়াবার একটি চালান অ্যাম্বুল্যান্সে করে পাচারের গোপন সংবাদের খবরে টেকনাফ থানা পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবার চালান পাচারের প্রস্তুতিকালে হাসপাতালের পিয়ন আবদুর রহিমকে ২০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh