• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভাঙনে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, আতংকে ঘুমহীন মানুষ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২:০২
ভাঙনে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, আতংকে ঘুমহীন মানুষ 
নদী ভাঙন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে পানি কমার সঙ্গে সঙ্গে মহানন্দা নদীতে ফের ভাঙন দেখা দিয়েছে। এ কারণে বিলীন হচ্ছে নদী তীরবর্তী ঘরবাড়ি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যা।

ভুক্তভোগী কামাল হোসেন বলেন, প্রায় ৬ থেকে ৭ দিন আগে আমার ঘর বাড়ি নদীতে চলে গেছে। চোখের সামনে সবকিছু ভেসে গেছে। এখন আর রাতে ভালো মতো ঘুমাতে পাড়ি না। এখন সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি।

চৌডালা ইউপি চেয়ারম্যান মোহা. শাহ আলম বলেন, প্রতিবছর এই সময় মহানন্দা নদীর ভাঙন দেখা দেয়। এ কারণে আতংকে থাকেন গ্রামবাসী। গত বছর প্রায় ২০ থেকে ২৫ পরিবারের সবকিছু এ নদীতে তলিয়ে যায়। আবার ভাঙন শুরু হয়েছে। এখানে ভাঙন রক্ষার জন্য তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি। তবে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান সুজন জানান, ওই ইউনিয়নের ভাঙনের বিষয়টি আমাদের জানানো হয়েছে। দ্রুত ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
X
Fresh