• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আরও তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে সিতাকুণ্ডে

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৪
আরও তিনটি মৃত ডলফিন ভেসে এসেছে সিতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূলে আবারও তিনটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলেরা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সাগর উপকূলে ডলফিনগুলো দেখতে পেয়ে বন বিভাগে খবর পাঠায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপকূলে ডলফিন তিনটি ভেসে আসে। বুধবার দুপুরের পর থেকে মৃত ডলফিনের শরীর পঁচে যাওয়ার গন্ধ এলাকায় ছড়িয়ে পড়ে। মৃত ডলফিনগুলোকে দ্রুত মাটিচাপা দেওয়ার দাবি জানান স্থানীয়রা। ডলফিনগুলো মারা যাওয়ার পর জোয়ারের পানিতে সাগরের কূলে ভেসে এসেছে বলে জানায় বন বিভাগ।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ডলফিন দেশে আসার বিষয়টি তারা জেনেছেন সন্ধ্যায়। অন্ধকার নেমে আসায় মৃত ডলফিনগুলো উদ্ধার করতে পারেননি। কাল (বৃহস্পতিবার) সকালে সেখানে লোক পাঠিয়ে ডলফিনগুলোকে মাটিচাপা দেওয়া হবে। কেন ডলফিন গুলো মারা যাচ্ছে তা কেউ বলতে পারছে না।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
X
Fresh