• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বোমা তৈরির সময় বিস্ফোরণ, মারা গেলেন আহত শপ্পা

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩২
বোমা তৈরির সময় বিস্ফোরণ, মারা গেলেন আহত শপ্পা
ফাইল ছবি

যশোরের অভয়নগর উপজেলার কার্পেটিং জুটমিল এলাকায় নিজ ঘরে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত শফিকুল ইসলাম শপ্পা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় শপ্পার স্ত্রী ফাতেমা আক্তার সুইটিকে পুলিশ আটক করেছে। বোমা বিস্ফোরণের ঘটনায় অভয়নগর থানায় এস আই শাহ আলম বাদী হয়ে মামলা করেছেন। নিহত ব্যক্তি ওই এলাকার ইব্রাহিম মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার রাত বারটার দিকে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে ওই ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার মণ্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh