• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরসহ কয়েকটি জেলা নিয়ে হবে ‘পদ্মা’ বিভাগ

আরটিভি অনলাইন রিপোর্ট, ফরিদপুর

  ১৩ মে ২০১৭, ১৬:২০

কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ নামে একটি বিভাগ করা হবে, যার সদর দপ্তর হবে ফরিদপুর। বললেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে ফরিদপুরের পৌর বাস টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, শ্রমিক নির্যাতনমূলক কোনো আইন সরকার করবে না। শ্রমিকদের নির্যাতনের জন্যে নয় আইন করা হবে লোকজনকে সাবধান করার জন্যে।

হাজার হাজার যাত্রীর জীবন কারো হাতে ছেড়ে দিয়া ঠিক হবে না বলেও তিনি উল্লেখ করেন।

জেলায় গেলো বছরে নিহত শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে অনুদানের চেক প্রদানের এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়ন (১০৫৫)।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেম বাবর, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি সাজ্জাদ হোসেন বরকত, সাধারণ সম্পাদক গোলাম নাসির।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh