• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

৫ জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ১৩ মে ২০১৭, ১৫:৫৯

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামে নিহত পাঁচ জঙ্গির মরদেহ দাফন করা হয়েছে।

পরিবার না নেয়ায় শনিবার দুপুরে জোহরের নামাজ শেষে মহানগরীর হেতমখাঁ গোরস্থানে বেওয়ারিশ হিসেবে তাদের মরদেহ দাফন করা হয়।

এর আগে বেলা ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিফজুর আলম মুন্সি জানান, নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো নেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকায় সাজ্জাদের মা মারজান বেওয়া ছেলে, ছেলের স্ত্রী ও নাতি-নাতনিদের মরদেহ নিতে অস্বীকৃতি জানান। সে কারণে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহগুলো দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরো জানায়, নিহত সাজ্জাদের মেয়ে সুমাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে এখনো বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে মামলা করা হবে। মামলার পর তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh