• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুই কিশোরের কাছে ৭৬ লাখ টাকার হেরোইন

আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭
দুই কিশোরের কাছে ৭৬ লাখ টাকার হেরোইন

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কিশোরের কাছে থেকে ৭৬ লাখ টাকা মূল্যের হেরোইন পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার উজানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার বাবুর ছেলে ইসমাইল হোসেন (১৭) ও একই এলাকার এনামুল হকের ছেলে মোরসালিন (১৫)।

এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, ওই দুই কিশোর উজানপাড়া এলাকায় রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কের পূর্বপাশে কাঁচা রাস্তার ওপরে অবস্থান করছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।
এ সময় তাদের কাছ থেকে ৮টি প্লাস্টিকের প্যাকেটে ৭৬০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ৭৬ লাখ টাকা।

তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‌্যাব।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেরোইনসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা বহিষ্কার
নেত্রকোণায় হেরোইনসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  
অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক
রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার
X
Fresh