• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মনপুরায় ১০ ফুট লম্বা চিচিঙ্গা

আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০৪
মনপুরায় ১০ ফুট লম্বা চিচিঙ্গা
ছবি: সংগৃহীত

বাড়ির আঙিনায় ১০ ফুট লম্বা চিচিঙ্গা চাষ করে হইচই ফেলে দিয়েছেন ভোলার মনপুরা উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক উৎপল মণ্ডল। কলেজশিক্ষকের বন্ধুরা ওই চিচিঙ্গার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর ওই চিচিঙ্গা দেখতে তার বাড়িতে মানুষের ভিড় জমতে থাকে। ব্যতিক্রমী এ ঘটনা ঘটেছে ভোলার মনপুরা উপজেলায়।

উৎপল মন্ডল জানান, তিন মাস আগে তিনি তার শ্বশুরবাড়ি খুলনার পাইকগাছা উপজেলায় বেড়াতে গিয়েছিলেন। তার শ্বশুর তাকে চিচিঙ্গার চারটি বীজ দিয়েছিলেন। সেই বীজ মনপুরায় এনে বাড়ির আঙিনায় বপন করেন। বীজ থেকে গাছ জন্ম নিলে ছাদের ওপর তুলে দেন। কোনও সার ও ওষুধ ছাড়াই গাছ বড় হয় ও সবজি ধরে। ফুল আসার ১৫-২০ দিনের মধ্যে চিচিঙ্গা দ্রুত বড় হয়ে ১০ ফুট লম্বা হয়ে যায়।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ বলেন, এটি হাইব্রিড জাতের চিচিঙ্গা। আমার জানা মতে, ভোলায় প্রথম এ জাতের চিচিঙ্গা চাষ হয়েছে। গোটা জেলায় এ জাতের চিচিঙ্গা চাষের উদ্যোগ নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh