Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ৩ আশ্বিন ১৪২৮

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও ৭ জনের মৃত্যু
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা যায়।

মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩ জন, টাঙ্গাইলের ২ জন এবং শেরপুর ও নেত্রকোনার ১ জন করে রয়েছে। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন মহিলা। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

গত জুলাই ও আগষ্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান আরটিভি নিউজকে জানিয়েছেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০০ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৮২টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৯৭ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৩০৮ জন।

এমআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS