• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বৈদ্যুতিক খুঁটি থেকে ছিটকে পড়েন শ্রমিক 

সুনামগঞ্জ  প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৫
বৈদ্যুতিক খুঁটি থেকে ছিটকে পড়েন শ্রমিক 
ফাইল ছবি

ছাতকে বৈদ্যুতিক শর্টে শামীম আহমদ (৩০) নামের এক অস্থায়ী বিদ্যুৎ শ্রমিক আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের সুজন চৌধুরী সড়কের মুখে বিদ্যুতের মেইন লাইনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। শামীম আহমদ শহরের বাগবাড়ী- ইটখলা এলাকার মৃত মজর আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিদ্যুতের কাজ করার জন্য শামীম আহমদ সড়কের মুখে একটি খুঁটিতে ওঠে সে। এসময় অসাবধানতার কারণে মেইন লাইনে স্পর্শ করতে বৈদ্যুতিক শর্টে সে খুঁটি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে মুমূর্ষু অবস্থা প্রথমে ছাতক হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে হাসপাতালে গিয়ে তাকে দেখেতে যান ছাতক বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন। এসময় তার চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরি দেবে পপুলার ফার্মা, বছরে ৩ বোনাস
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন অনলাইনে
একাধিক পদে চট্টগ্রাম বন্দরে চাকরির সুযোগ
X
Fresh