• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মাদরাসা থেকে তিন ছাত্রী নিখোঁজ 

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১
মাদরাসা থেকে তিন ছাত্রী নিখোঁজ 
মাদরাসা থেকে তিন ছাত্রী নিখোঁজ 

জামালপুরের ইসলামপুর উপজেলার একটি আবাসিক মাদরাসা থেকে ৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাদরাসার মুহতামিম ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

গতকাল রোববার ( ১২ সেপ্টেম্বর) ভোরে জেলার ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাংলা বাজার এলাকার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ৩ শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরদারপাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম আক্তার (৯), গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া মোল্লাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১) এবং সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০)।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই তিন শিক্ষার্থী গোয়ালেরচর ইউনিয়নের মেজর জেনারেল খালেদ মোশাররফ বীরউত্তম সেতুর পুর্বপাড়স্থ বাংলা বাজার এলাকালার দারুত তাক্বওয়া মহিলা ক্বওমী মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

দারুত তাক্বওয়া মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা মো. আসাদুজ্জামান আরটিভি নিউজকে জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে থানায় জিডি করা হয়েছে। নিখোঁজ ওই তিন শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণিতে পড়ে। মাদরাসাটি আবাসিক হওয়ায় শিক্ষার্থীরা রাতে মাদরাসা কক্ষেই থাকে। ঘটনার দিন ভোর রাতে শিক্ষার্থীদের ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠানো হয়। অন্যান্য ছাত্রীর মতোই নিখোঁজ শিক্ষার্থীরাও নামাজ পড়তে প্রস্তুতি নেয়। নামাজের পর থেকে তাদের আর খোঁজে পাওয়া যায়নি।

গোয়ালেরচর ইউনিয়ন বিট পুলিশের তদারকি কর্মকর্তা ইসলামপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসান মোড়ল আরটিভি নিউজকে জানিয়েছেন, ছাত্রী নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।

নিখোঁজ মীম আক্তারের মা হাসিনা বেগম আরটিভি নিউজকে জানিয়েছেন, মীম আক্তার গত এক বছর ধরে ওই মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ১৫ দিন আগে মীমকে মাদরাসায় রেখে আসি। রোববার দুপুরে মাদরাসার হুজুর মীমের নিখোঁজের খবর দেন। মেয়ের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

নিখোঁজ মনিরার বাবা মনোয়ার হোসেন আরটিভি নিউজকে বলেন, গত ৯দিন আগে মেয়েকে মাদরাসায় রেখে আসি। এখনও মেয়ের সন্ধান পাইনি।

নিখোঁজ সূর্যবানুর বাবা সুরুজ্জামান আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ১৫ দিন আগে মেয়েকে মাদরাসায় রেখে আসি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান মিলছে না।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত
বিকালে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, পরের দিন মিলল গৃহবধূর মরদেহ
একসঙ্গে বাসাভাড়া দুই মাদরাসাছাত্রীর, ছিল বিয়ের পরিকল্পনা
সুইমিং পুলে গোসল করতে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
X
Fresh