• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাঘের আক্রমণে আহত হয়ে লোকালয়ে হরিণ

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫২
বাঘের, আক্রমণে, আহত, হয়ে, লোকালয়ে, হরিণ
লোকালয়ে হরিণ

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত একটি মায়া হরিণ লোকালয় থেকে উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে বন সংলগ্ন মোংলা ঘাগড়ামারী এলাকা থেকে বন বিভাগের সদস্যরা হরিণটি উদ্ধার করেন। পরে আহত হরিণটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবার সুন্দরবনে ছেড়ে দেয় বন বিভাগ।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, বাঘের আক্রমণের শিকার হয়েছিল হরিণটি। গলায় বাঘের কামড়ে ক্ষত সৃষ্টি হয়ে পচন ধরেছিল।

তিনি আরও বলেন, উদ্ধারের পর দ্রুত হরিণটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। পরে আমরা কিছু সময় হরিণটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে বনে অবমুক্ত করেছি।

জিএম/এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুরুতর আহত হয়ে হাসপাতালে ঋতাভরীর বাবা নির্মাতা উৎপলেন্দু
গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আফরোজা আব্বাস
X
Fresh