• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বন্ধ কুষ্টিয়ার টিকাদান কার্যক্রম

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

  ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪১
বন্ধ কুষ্টিয়ার টিকাদান কার্যক্রম
টিকাদান কার্যক্রম

কুষ্টিয়ায় ধীর গতিতে চলা করোনার টিকাদান কার্যক্রম হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) জেলার সব কেন্দ্রে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ঘোষণাও দেওয়া হয়েছে।

ফেসবুকে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আজ ১৩ সেপ্টেম্বর (সোমবার) কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।’

ডা. এইচ এম আনোয়ারুল আরটিভি নিউজকে বলেন, সময়মতো টিকার গাড়ি না আসায় হঠাৎ করে বন্ধ করে দেয়া হয়েছে কুষ্টিয়ার ৮টি কেন্দ্রের টিকাদান। টিকার গাড়ি আসলেই পুনরায় শুরু করা হবে।

উল্লেখ্য, কুষ্টিয়ায় এ পর্যন্ত টিকার রেজিস্ট্রেশন করেছেন ৬ লাখ ১৮ হাজার ৪শ ৪৩ জন। প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৭শ ৬১ জন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশনে কমিটির কার্যক্রম শুরু
বান্দরবানের তিন উপজেলায় সব ব্যাংকের কার্যক্রম বন্ধ
X
Fresh