• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দুই ছেলেসহ বাবা নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:২০
দুই ছেলেসহ বাবা নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা
চালকের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৩ আরোহী নিহত হওয়ার ঘটনায় অটোরিকশা চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে রেলওয়ের টিম্যান দ্বীন মোহাম্মদ বাদি হয়ে আখাউড়া রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।

আসামি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার মৃত ওয়াহাব আলীর ছেলে শিরু মিয়া (৫৫)।

জানা গেছে, রোববার (১২ সেপ্টেম্বর) ভোরে আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের সামনে রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার আরোহী সাদেক মিয়া ও তার দুই ছেলে রুবেল এবং পাবেল মারা যান। তাদের বাড়ি সদর উপজেলার রাজঘর গ্রামে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, অটোরিকশা চালক শিরু মিয়াও ওই দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি ঢাকায় চিকিৎসাধীন আছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh