• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুট

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৫
নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এটিএম বুথের টাকা লুট
ফাইল ছবি

সিলেটের ওসমানীনগর উপজেলায় নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এটিএম বুথ থেকে ২৪ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের পাশেই কুশিয়ারা নদী তীরের উপজেলার শেরপুর নতুন বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউসিবি ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে সিলেট জেলা পুলিশের ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাতে ডাকাত দলের সদস্যরা বুথের নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে এটিএম মেশিন ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করে নিয়ে যায়। সকালে স্থানীয়রা গার্ডকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে রাত পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে ধরা যায়নি।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর শাহজাদপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন
‘ব্যাংক ম্যানেজারের কারণে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা’
শিকলে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ : চার আসামি ফের রিমান্ডে
সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ
X
Fresh