• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভাসানচর থেকে পালানোর সময় ২ রোহিঙ্গা আটক

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৬
ভাসানচর থেকে পালানোর সময় ২ রোহিঙ্গা আটক
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে ১ নম্বর শেল্টারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের উত্তর-পূর্বে দুই কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ২৭ নম্বর ক্লাস্টারের ই ৯-১০ নম্বর কক্ষের মৃত সোনা মিয়ার ছেলে আবুল হোসন (৫৫) ও একই ক্লাস্টারের জে-১০ নম্বর কক্ষের আবু আহম্মদের মো. রফিক (২৭)।

এ ঘটনায় আটকরাসহ পলাতক রোহিঙ্গা দালালদের নামে ভাসানচর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন-৯ এর উপপরিদর্শক (এসআই) আবুল কালাম।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 
‌‘ইন্ডিয়া আউট যারা বলছে, তারাই জনগণ থেকে আউট হয়ে গেছে’
X
Fresh